বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

শিক্ষার্থীরা ফেরত পেল ফরম পূরণের অতিরিক্ত টাকা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ২৯ নভেম্বর (রবিবার) বাংলাদেশ প্রতিদিনে ‘সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন স্কুল, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সোমবার ও গতকাল ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেয় কলেজ কর্তৃপক্ষ। রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর ইসলামের সিল ও স্বাক্ষর করা কলেজের প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল টাকা ফেরত দেওয়ার কথা জানায়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত সমুদয় টাকা অভিভাবকদের নিকট ফেরত প্রদান করা হয়েছে। কলেজ গভর্নিং বডির সদস্য ও সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক আবদুল মতিন প্রধান বলেন, ‘বোর্ড কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি পত্রিকার মাধ্যমে জেনেছি। এর পরই আমরা স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশক্রমে অতিরিক্ত টাকা ফেরত দিতে অধ্যক্ষকে নির্দেশ দিয়েছি।

সর্বশেষ খবর