শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিদ্যুৎ দেওয়ার নামে তোলা তুলতে একাট্টা আওয়ামী লীগ-বিএনপি

এলাকা ভাগ করে টাকা নিচ্ছেন নেতারা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের কাছ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শুক্তাগড়, কাঠিপাড়া ও জগাইরহাট গ্রামে টানা হচ্ছে বিদ্যুতের নতুন লাইন। এই সুযোগে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, পলি­বিদ্যুতের ইলেকট্রিশিয়ানসহ প্রতারক দালাল চক্র গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করছে। অভিযোগ রয়েছে, স্থানীয় নেতারা এলাকা ভাগ করে টাকা তুলছেন। এ ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা একত্রিত হয়ে কাজ করছেন বলে জানান ভুক্তভোগীরা। পলি­বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সংযোগ পেতে কোনো অর্থ না দেওয়ার জন্য জনগণকে সচেতন করতে প্রচারণা চালালেও কাজ হচ্ছে না। রাজাপুর উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, নিয়মানুযায়ী ২০ টাকায় বিদ্যুৎ সংযোগ পাওয়ার কথা। কিন্তু সেখানে একটি সংযোগের জন্য লাখ টাকা পর্যন্ত আদায় করছে দালালচক্র। শুক্তাগড় গ্রামের একাংশের সংযোগ প্রত্যাশী ৪২ গ্রাহকের প্রত্যেকের কাছ থেকে আদায় করা হয়েছে চার হাজার টাকা করে। ওই গ্রামের ভুক্তভোগী ৩৫/৪০ নারী-পুরুষ গত শুক্রবার রাজাপুর থানার সামনে একত্রিত হয়ে ওসির সঙ্গে দেখা করে এসব অভিযোগ করেন।

শুক্তাগড় গ্রামের দুলাল উদ্দিন জানান, তিনি সংযোগের জন্য তিন দফায় ৩৮ হাজার টাকা দিয়েছেন। একই অভিযোগ করেন বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় থাকা ওই গ্রামের আরো কয়েকজন। উপজেলার জগইরহাট ও কাঠিপাড়া গ্রামের একই অবস্থা। রাজাপুর থানার ওসি জানান, এ ব্যাপারে আপনারা আদালতে কিংবা দুর্নীতি দমন অফিসে মামলা করতে পারবেন কিন্তু থানায় নয়। আমরা শুধু আপনাদের কাছ থেকে জিডি নিতে পারবো। ঝালকাঠি পলি­বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী হারুন জানান, যেখানে সরকারিভাবে নতুন লাইন নির্মাণ হচ্ছে সেসব এলাকায় সব ফ্রি। ওই এলাকার গ্রাহকরা শুধু ২০ টাকা দিয়ে ফরম নিয়ে জমা দেবেন। এ ধরনের অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি। আমাদের কোনো লোক এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর