বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া রাজশাহী, নওগাঁ, গাইবান্ধা, বগুড়া ও গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- ঝিনাইদহ : শৈলকুপায় গড়াই পরিবহনের ধাক্কায় তোয়াজ উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার ত্রিপাকান্দি গ্রামের গোপাল মণ্ডলের ছেলে। এদিকে সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে গতকাল কাভার্ড ভ্যানের ধাক্কায় রিপন নামে এক ব্যক্তি নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। রিপন সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের ইসলাম খাঁর ছেলে। রাজশাহী : নগরীর বহরমপুর সিটি বাইপাশ এলাকায় গতকাল অটোরিকশার ধাক্কায় ভেকু মণ্ডল নামের এক পথচারী নিহত হয়েছেন। ভেকুর বাড়ি নগরীর বাইপাশ এলাকায়। নওগাঁ : রানীনগর উপজেলার আবাদপুকুর-রানীনগর সড়কে রঞ্জনিয়ার মোড়ে ভটভটি উল্টে এর চারক ফিরোজ হোসেন নিহত হয়েছেন। ফিরোজ উপজেলার বরগাছা গ্রামের আফছার আলীর ছেলে। গাইবান্ধা : গাইবান্ধা-সাঘাটা সড়কের পিয়ারাপুর এলাকায় গতকাল ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে খাদে পড়ে রওশন আরা বেগম নামে বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় তার ছেলে রশিদুল ও ছেলের স্ত্রী সাজেদা আহত হন। রওশন আরার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। বগুড়া : শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপার ওসমান গনি  নিহত হয়েছেন। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাটশেউলী কানুপাড়ার মজিবর রহমানের ছেলে। গোপালগঞ্জ : যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে চালকসহ ২৫ জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছেড়া নামক স্থানে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর