শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অপহরণের ২৪ ঘণ্টা পর শিশু উদ্ধার

আওয়ামী লীগ নেতা আটক

ভোলা প্রতিনিধি

ভোলায় মুক্তিপণ আদায়ের জন্য অপহৃত শিশু আব্বাসকে ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী চক্রের হোতা হিসেবে আটক করা হয়েছে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদ মিঝিকে। এ ঘটনায় আসাদ মিঝি, তার চাচাতো ভাই নুরনবী, একই এলাকার কামাল ও আলমগীরসহ ১১ জনের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় শিশু ও নারী নির‌্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ ও অপহৃত শিশু আব্বাস জানায়, গত সোমবার দুপুরে আব্বাসকে রাস্তা থেকে তুলে নেয় অপহরণাকরীরা। ওই দিন রাতে তার বোনের মুঠোফোনে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের কথা মত গতকাল ভোররাতে টাকা দিতে গিয়ে আব্বাসের স্বজনরা নুরনবীকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে নুরনবী আসাদ মিঝির ঘরে আশ্রয় নিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দেয়। বিষয়টি থানায় জানালে পুলিশ আসাদকে আটক করে। তার দেওয়া তথ্য অনুসারে আব্বাসকে স্থানীয় একটি ধান খেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। আসাদ মিঝি নিজেকে নির্দোষ দাবি করে জানান, শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির সঙ্গে নুরনবীসহ কয়েকজন জড়িত। এছাড়া ধাওয়া খেয়ে নুরনবী তার ঘরে আশ্রয় নেওয়ার কথাও স্বীকার করেন তিনি।

সর্বশেষ খবর