বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাড়ি নির্মাণে বাধা, চাঁদা দাবি

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে একটি বাড়ি নির্মাণে বাধা দিচ্ছে প্রভাবশালীরা। চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যপারে ভুক্তভোগী শারমীন আক্তার গাজীপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- একই গ্রামের সামছুল হক, মাজহারুল ইসলাম সুমন, চাঁন মিয়াসহ তাদের ১২ সহযোগী।

গাজীপুর পুলিশ সুপার কার‌্যালয় সূত্র জানায়, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জানা গেছে, নগরহাওলা গ্রামের সাইদুল ক্বারীর স্ত্রী জীবন নাহার ও তার মেয়ে শারমীন আক্তার জনৈক সাইদুল ক্বারীর কাছ থেকে দানস্বত্ব মালিক হয়ে প্রায় দেড়যুগ ২১ শতক জমি ভোগদখল করে আসছেন। তারা ভ‚মি অধিদপ্তরে নামজারি জমাভাগের মাধ্যমে নিয়মিত খাজনাও পরিশোধ করছেন। বিভিন্ন সময় তাদের দখলীয় সম্পত্তি থেকে অভিযুক্তরা উচ্ছেদের হুমকি দিতে থাকে। পরে আদালতে অভিযোগ করেন। আদালত থেকে জামিনে মুক্ত হয়ে অভিযুক্তরা বাড়ি নির্মাণে বাধা ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে।

সর্বশেষ খবর