বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এসআইর কাণ্ড

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী বাজারে মোটরসাইকেল চুরির ঘটনায় ১৫ জনকে সন্দেহজনক আটক করে চুরি মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ উঠেছে টঙ্গী থানার এসআই আবুল খায়েরের বিরুদ্ধে। এ ঘটনায় মোটরসাইকেল উদ্ধার এবং প্রকৃত আসামি পুলিশের সোর্স শাহীনকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ বাদির। বিষয়টি বাদী নাসির উদ্দিন থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম সবুরকে জানালে সোর্স শাহীনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। বাদীর অভিযোগ, মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দারোগা খায়ের ভাইকে দেই। তিনি চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার না করে অন্যদের গ্রেফতার করছেন। সোর্স শাহীনের সঙ্গে কথা বললে মোটরসাইকেল দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নেন। এসআই আবুল খায়ের বলেন, চুরির ঘটনায় ১২ সন্দেহজনককে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। প্রকৃত আসামি শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর টঙ্গী বাজার এলাকায় পথি ফিলিং স্টেশন থেকে ঢাকা মেট্রো-হ৪৩-৫০৪০ মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় মালিক নাসির ২৩ সেপ্টেম্বর টঙ্গী থানায় মামলা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর