শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বাংলাদেশ-ভারত ডিসি-ডিএম সম্মেলনে

সাত ইস্যুতে সমঝোতা স্বাক্ষর

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) পর্যায়ে দু-দিনব্যাপী যৌথ সীমান্ত সম্মেলন সমাপ্ত হয়েছে। গতকাল দুপুরে এ সম্মেলনের শেষ দিনে দুই দেশ বর্ডার হার্ট স্থাপন, সীমান্তে অপরাধ কমিয়ে আনাসহ সাত ইস্যুতে সমঝোতা স্বাক্ষর করে। শহরতলি খাগডহর এলাকার একটি হোটেলে দুদেশের পক্ষে এ সমঝোতা স্বাক্ষর করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী এবং ভারতের ইস্ট খাসি হিলসের (শিলং) ডেপুটি কমিশনার আইএএস শ্রী পিএস ডেখর। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, যৌথ এ সীমান্ত সম্মেলনে দুদেশের সীমান্তের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত, বর্ডার হাট স্থাপন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বন্দী প্রত্যাবর্তন, সীমান্ত পিলার সমস্যা, দুদেশের মাঝে আন্তঃবাণিজ্য ও সংস্কৃতি ও ক্রীড়া বিনিময় ইস্যুতে সমঝোতা স্বাক্ষর করেন ময়মনসিংহের ডিসি মোস্তাকীম বিল্লাহ ফারুকী এবং ভারতের (শিলং) ডেপুটি কমিশনার আইএএস শ্রী পিএস ডেখর।

আলোচনায় অংশ নেন বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সিলেট, শেরপুর, সুনামগঞ্জ ও কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।  অপরদিকে, ভারতের ৭ জেলা ইস্ট খাসি হিলস (শিলং), সাউথ ওয়েস্ট খাসি হিলস (মৌখিরাত), সাউথ গারো হিলস (বাঘমারা), ওয়েস্ট গারো হিলস (তোরা), ইস্ট জৈন্তিয়া হিলস (খালীহরিয়াত), ওয়েস্ট জৈন্তিয়া হিলস (জোয়াই)    ও সাউথ ওয়েস্ট গারো হিলসের (আমপাতি) জেলা ম্যাজিস্ট্রেট ও বিএসএফর প্রতিনিধিরা এতে অংশ নেন।

সর্বশেষ খবর