শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পরিবেশ অধিদফতরের সঙ্গে ভাটা মালিকদের মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি

জেলা পরিবেশ অধিদফতরের আয়োজনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকার একটি কমিউনিটি সেন্টারের আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই অধিদফতরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. তৌফিকুল আরিফ। মতবিনিময় সভায় জেলার সব ইটভাটা মালিক সমিতির সদস্য ও ভাটা মালিকরা অংশ নেন।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন কৌশল বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এ সময় আবাসিক এলাকা, সংরক্ষিত বাণিজ্যিক এলাকা, সিটি ও পৌর এলাকা, কৃষি জমি, বনসংলগ্ন জায়গায় ইটভাটা স্থাপন নিষিদ্ধের কথা বলা হয়।

সর্বশেষ খবর