শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

সেই নারীকে পাওয়া গেল চন্দ্রঘোনায়

খাদ্য বিভাগের পটিয়া সার্কেলের অফিস সহকারী মুনমুন আক্তারকে (৩০) অবশেষে পাওয়া গেল চন্দ্রঘোনায়। গত রাত ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সুফিগোট্টা এলাকায় রাস্তার পাশে তাকে খুঁজে পায় রাঙ্গুনিয়া থানার টহল পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ওসি জানান, রাস্তার পাশে এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে টহল পুলিশ। জিজ্ঞাসাবাদে নিজেকে মুনমুন আক্তার পরিচয় দেন তিনি। তখনই পটিয়া থানায় খবর দেওয়া হয় তাকে নিয়ে যাওয়ার জন্য। বুধবার অফিস শেষে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার বাসায় ফেরার পথে নিখোঁজ হন এক সন্তানের মা মুনমুন আক্তার। মুনমুনের বড় ভাই জানিয়েছিলেন, বোনের মোবাইল ফোন নম্বর থেকে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।-বাংলানিউজ

সদর হাসপাতালে পড়ে থাকা লাশ দাফন

মৃত্যুর ২৪ ঘণ্টা পরও হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজ পাননি লাশের স্বজনের। পুলিশও কোনো ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করে। পরে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে দাফন সম্পন্ন হয়। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর হাসপাতালে। জানা গেছে, বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় কে বা কারা ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির সময় তার নাম সাইফুল, পিতা মৃত জলিল, শহরের আদর্শ পাড়ার ঠিকানা দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান তিনি। -মাগুরা প্রতিনিধি

চলন্ত ট্রাকে আগুন

দৌলতদিয়া-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাটবোঝাই চলন্ত ট্রাকে অণ্ডিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয়ে যায় ২০ মণ পাট। পাবনা থেকে ফরিদপুরগামী পাটবোঝাই ট্রাকটি বাগমারা অতিক্রম করছিল। এ সময় রাস্তার উপর বিদ্যুতের ঝুলে থাকা তারে লেগে ট্রাকটিতে আগুন ধরে যায়। -রাজবাড়ী প্রতিনিধি

ছেলেকে পুলিশে সোপর্দ

সংসারের অশান্তি দূর করতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন বাবা। ঘটনাটি ঘটেছে গতকাল পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের হাসারপাড়া গ্রামে। বাবা নজমুল হক জানান, নেশা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেও ফল হয়নি। ছেলে হাজের নেশায় আসক্ত হয়ে বাড়ি এসে পরিবারের লোকজনকে শারীরিক ও মানসিকভাবে নির‌্যাতন করত। -নিজস্ব প্রতিবেদক, রংপুর

দুই বাংলার মিলনমেলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা বসেছিল। গতকাল বিকালে এমন দৃশ্য চোখে পড়েছে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ভাতুরিয়া সীমান্তে। এ সময় কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়েছিলেন কয়েক হাজার মানুষ। ভালোবাসা আর মমতায় দুই দেশের মানুষের এই মিলনমেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

-ঠাকুরগাঁও প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর