শিরোনাম
রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বগুড়ায় কারাগারে থেকে নির্বাচন করছেন ৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কারাগারে থেকে নির্বাচন করছেন ৬ প্রার্থী

পৌরসভা নির্বাচনে বগুড়ায় বিএনপি ও জামায়াতের ছয় নেতা মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের পক্ষে স্ত্রী, পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন। জানা গেছে, তারা সবাই বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন। কারাগারে আটক কাউন্সিলর প্রার্থীরা হলেন, বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা এরশাদুল বারী এরশাদ, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবদল সভাপতি মাসুদ রানা মাসুদ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম মোস্তফা। কাহালু পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী জামায়াত নেতা জহরুল ইসলাম বাদশাও কারাগারে থেকে নির্বাচন করছেন। এছাড়া বগুড়া পৌরসভার প্যানেল মেয়র, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা পরিমল চন্দ  দাস, জাসাস বগুড়া জেলার সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, ১২ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা জুলফিকার আলী বাবু, বিএনপি নেতা ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারুন-উর-রশিদ সাজু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা রুহুল কুদ্দুস ডিলুসহ কয়েকজন বিএনপি ও জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী হুলিয়া নিয়ে আত্মগোপনে থেকে প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে। জানা গেছে, বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম খান, বিএনপির আলিমুদ্দিন হারুন মণ্ডল এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ।

সর্বশেষ খবর