রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

থানার সামনে ককটেল হামলার ঘটনায় মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর থানার সামনে ককটেল হামলার ঘটনায় মামলা হয়েছে। সদর থানার এসআই পিয়ার আলী বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি করেন। মামলার এজাহারে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে গ্রেফতার করা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় গতকাল বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৌর এলাকার সাতগাড়ি গ্রাম থেকে ছাত্রলীগ কর্মী খালিদ ও আসাদকে গ্রেফতার করে। দুজনের বিরুদ্ধেই আদালত থেকে পরোয়ানার আদেশ ছিল। ওই রাতেই জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে ককটেল বিস্ফোরণ ঘটনায় বলে অভিযোগ পুলিশের।

সর্বশেষ খবর