রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অতিরিক্ত ফি আদায় মাদ্রাসা ভাঙচুর

ঝালকাঠি প্রতিনিধি

নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার প্রশাসনিক ভবন, ছাত্রাবাসসহ বিভিন্ন ভবনে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে বিদ্যুৎ বন্ধ করে এ ভাঙচুর চালানো হয়। তবে এর কারণ সম্পর্কে ছাত্র-শিক্ষকসহ মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো কথা বলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক দাখিল পরীক্ষার্থী জানান, সহকারী নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের অসদাচরণ ও দাখিল পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে এ ভাঙচুর। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান জানান, এ বছর দাখিল ২৩৫ পরীক্ষার্থীর কাছ থেকে তিন হাজার থেকে তিন হাজার ৯০০ টাকা হারে ফি আদায় করা হয়েছে। যা সরকার নির্ধারিত ফির অনেক বেশি বলে পরীক্ষার্থীদের দাবি। ঝালকাঠি সদর থানার ওসি বলেন, ভাঙচুরের সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর