রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

দিনাজপুরে গাড়ির ধাক্কায় লোকমান হোসেন (৩৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বিপ্লব (২৪) নামে অপর আরোহী আহত হয়েছেন। নিহত লোকমান দিনাজপুর সদর উপজেলার মহাবলীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। আহত বিপ্লব হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার রাত ৮টায় সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের ইমাম প্রশিক্ষণ কেন্দে র সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মুন্সীগঞ্জ জেলার ঢাকা-মাওয়া মহাসড়কে কেওটিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসটি উল্টে হেলপার নিহত হন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম মাসুম খান (৩৫)। -দিনাজপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ডাবলে উন্নীতর দাবি

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনকে ডাবল লাইনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের লোকজন একাতা প্রকাশ করেন। নারায়ণগঞ্জ রেল স্টেশনে গতকাল অনুষ্ঠিত ওই মানববন্ধনে আজ (রবিবার) এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া  হবে বলে জানানো হয়। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিদ্যালয় উদ্বোধন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় আমবাগ নজর দীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে বিদ্যালয় উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাদের আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, আজমত উল্লাহ খান, আসাদুর রহমান কিরণ, জাহাঙ্গীর আলম। -গাজীপুর প্রতিনিধি

শত বছরের প্রত্যাশা পূরণ

নরসিংদীর মনোহরদীতে ১১ কোটি টাকা ব্যয়ে পাইকান ও কিশোরগঞ্জ কটিয়াদী লোহাজুড়ি ব্রিজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। সেতুটি নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর শত বছরের প্রত্যাশা পূরণ হবে। শনিবার বিকালে সেতুর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। -নরসিংদী প্রতিনিধি

স্কুলভবন উদ্বোধন

পার্বত্যাঞ্চলের ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান রাঙামাটির মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের যাত্রা শুরু হয়েছে। মোনঘর উচ্চ বিদ্যালয় নতুন ভবন গতকাল উদ্বোধন করেন ডগলাস এ ক্যাম্পবেল ফাউন্ডেশনের সভাপতি ভেনা. মুজিন সুনিম। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ডগলাস এ ক্যাম্পবেল ফাউন্ডেশনের অর্থায়নে দুই কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়। -রাঙামাটি প্রতিনিধি

প্রশিক্ষণ

শেরপুর শহরের শিল্পকলা একাডেমিতে ইসলামী ব্যাংক শেরপুর শাখার উদ্যোগে গতকাল পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় কেন্দ্র  প্রধান ও সহকারী কেন্দ্র  প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম রহিম পারভেজ ও বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি জেএন্ড গ্রুপের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন এসভিপি ও আইবিবিএল জোনের  ময়মনসিংহ প্রধান আবু সাইদ মো. ইদ্রিস। -শেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর