রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শীতলক্ষ্যা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় শীতলক্ষ্যা নদীর ১২ একর চরভ‚মি ভরাট করে গড়ে ওঠা আম্বর পাল্প অ্যান্ড পেপার মিলের দখলে থাকা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দুটি এক্সাভেটরের মাধ্যমে মিলটির দখলে থাকা একাধিক পাকা স্থাপনা, নির্মাণাধীন ভবনের স্থাপনা ও সহস্রাধিক ফুট দেওয়াল এবং শ্রমিকদের থাকার জন্য নির্মাণ করা বসতঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের এসিল্যান্ড শীলু রায়।

এদিকে উচ্ছেদ অভিযানের কারণে মিলটির মালিকপক্ষের ৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মীর মো. নুরুন্নবী। তাদের  বিনা নোটিসে উচ্ছেদ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সর্বশেষ খবর