শিরোনাম
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাগেরহাটে বাসের ধাক্কায় দুই পান ব্যবসায়ী নিহত

প্রতিদিন ডেস্ক

বাগেরহাটে বাসের ধাক্কায় দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়া, দিনাজপুর, চকরিয়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও আটজন। প্রতিনিধিদের পাঠানো খবর— বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় দিলীপ পাল (৪৫) ও লক্ষ্মণ পাল (২৭) নামে দুই পান ব্যবসায়ী নিহত ও অপর তিন পান ব্যবসায়ী আহত হয়েছেন। রবিবার রাতে বাগেরহাট-মাওয়া-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার তেলিরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া : সোমবার সকালে বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের মানিক চক ও শাখারিয়া যাওয়ার রাস্তায় দুর্ঘটনায় মন্টু নামে এক ভ্যানচালক ও জামিনুর রহমান নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। দিনাজপুর : চিরিরবন্দরে ট্রাকচাপায় আবদুল কাদের নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। অপরদিকে পার্বতীপুরে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদিন (৫০) নামে এক গরু ব্যবসায়ী। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় শাহাদাত হোসেন (১২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।  সে আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও উত্তর হারবাং ভিলেজারপাড়া এলাকার মো. হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ : রানীহাটি বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কচি বেগম নামে এক নারী। সিরাজগঞ্জ : সদর উপজেলার রতনকান্দি ইউপির গজারিয়া এলাকায় গতকাল সিএনজি চাপায় মোজাহের আলী (৪০) নামে এক পরিবহন ব্যবসায়ী মারা গেছেন।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর শহরের জেলা কারাগার এলাকায় গতকাল বিকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক পথচারী নারী নিহত হয়েছেন। নিহত পথচারীর নাম জানা যায়নি। সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর কুতুবপুর এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (৪৫) ব্যক্তি নিহত হয়েছেন।

সর্বশেষ খবর