শিরোনাম
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ময়মনসিংহে অনেক কাজ করতে হবে

—বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ প্রতিনিধি

‘অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ যাত্রা শুরু করেছে। ময়মনসিংহে এখন অনেক কাজ করতে হবে। আমরা মনে করি, আপনাদের সহযোগিতা এবং সমর্থনে নিশ্চয় সব কিছু সহজ হবে।’ গতকাল দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে নতুন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রীর কাছে বিভাগ চেয়েছেন তিনি তা দিয়েছেন। কিছু দিনের মধ্যে সব স্তরের মানুষের সঙ্গে আমরা বসে বিস্তারিত কথা বলব। পরে একটা কর্মপরিকল্পনা করে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকির সভাপতিত্বে মতবিনিময় সভায় নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন, শেরপুরের জেলা প্রশাসক এম এ পারভেজ রহিম, ময়মনসিংহ র্যাব-১৪’র কমান্ডিং অফিসার লে. কর্নেল এনামুল আরিফ সুমন, জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. সাদিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর