মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

হত্যা মামলার সাক্ষী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গুলি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে হাজী আসমত উল্লাহ চৌধুরী হত্যা মামলার অন্যতম সাক্ষী নাতনী বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রী কেয়া চৌধুরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে দাউদকান্দি মডেল থানা সংলগ্ন চৌধুরী বাড়িতে। গুলিবিদ্ধ ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে কেয়া রান্না ঘরে যখন রুটি তৈরি করছিলেন তখন দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ কেয়া চিত্কার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অজ্ঞান অবস্থায় তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কেয়ার বাবা আবদুল কাদের চৌধুরী বলেন, আমার মেয়ে গুলিবিদ্ধ অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে। পুরো ঘর রক্তে ভিজে যায়। চার মাস আগে আমার বাবা হত্যা মামলার দ্বিতীয় সাক্ষী ছিল কেয়া। ওই মামলার প্রধান আসামি ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার শাহজাহান। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, কেয়া চৌধুরীকে কেউ গুলি করেছে কিনা এ ব্যাপারে আমাদের কেউ জানায়নি। তবে বিষয়টি লোকমুখে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর