মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সেই বীরেনের মা আর নেই

পিরোজপুর প্রতিনিধি

সেই বীরেনের মা আর নেই

মাতৃভক্তির দৃষ্টান্ত স্থাপনকারী বীরেনের মা ঊষা রানী মজুমদার আর নেই। ১১৩ বছর বয়সে রবিবার সন্ধ্যায় তিনি চলে গেছেন না ফেরার দেশে। বীরেন মাকে পূজা করার মাধ্যমে দিন করতেন। মাকে গোসল করিয়ে, খাইয়ে নিজে দিনের প্রথম আহার মুখে তুলতেন। তবে সোমবার প্রথম সেই নিয়মে ব্যতিক্রম হয়েছে। বীরেনের বিশ্বাস, দেহত্যাগ করলেও মা তার সঙ্গেই থাকবেন। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়াও নিজ হাতে সেরেছেন তিনি। মায়ের প্রতি অসীম ভালোবাসা থেকেই ঘরের সামনেই মায়ের শেষ কৃত্যের আয়োজন করেন তিনি।  পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর সময় ঊষা রানীর বয়স হয়েছিল ১১৩ বছর। বীরেনের বড় ভাইয়ের স্ত্রী আরতী রানী জানান, হঠাৎ করে প্রচণ্ড জ্বর হয়েছিল শাশুড়ি মার। মোটরসাইকেলে করে শহরের ডাক্তার নিয়ে এসেছিলেন বীরেন। কিন্তু মাকে আর বাঁচানো যায়নি। ঊষা রানীর বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামে। ১৯ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে হাঁটাচলা করতে পারতেন না তিনি। বাবার মৃত্যুর অনেক আগে থেকেই মায়ের দেখাশোনা করতেন বীরেন। তার পুরো নাম বীরেন্দ্রনাথ মজুমদার। বয়স ৫৪-তে পড়েছে। মায়ের সেবায় ত্রুটি হতে পারে এই দুশ্চিন্তা থেকে বিয়েই করেননি বীরেন।

মা অসুস্থ হলে তাকে বাঁশের ডালায় বসিয়ে সেই ডালা মাথায় তুলে হেঁটে হেঁটে সাত মাইল দূরে হাসপাতালে নিয়ে যেতেন বীরেন। এই দীর্ঘ পথে ভাঙা রাস্তা, বাঁশের সাঁকো মাড়িয়ে যেতে হতো তাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর