বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ৪০ জেলে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবন এলাকা থেকে ৪০ জেলে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বনদস্যু নয়ন বাহিনী শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের তিনটি পয়েন্টে হানা দিয়ে জেলেদের তুলে নেয়। অপহূতরা সবাই কাঁকড়া আহরণকারী। তাদের প্রত্যেকের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। মহাজনরা এ তথ্য নিশ্চিত করেছেন। অপহূতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। এরা হলেন— শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের তুহিন, ইয়াছিন, আলতাফ, দক্ষিণ রাজাপুর গ্রামের নাঈম, আকাব্বর ও আলামিন। অন্য জেলেদের নাম জানাতে না পারলেও তাদের বাড়ি শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছেন মহাজনরা। ফিরে আসা জেলেদের বরাত দিয়ে মহাজনরা জানান, চার দিন আগে অর্ধশতাধিক নৌকা শরণখোলা স্টেশন ও চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন থেকে এক সপ্তাহের পাস (অনুমতি) নিয়ে বনে কাঁকড়া আহরণ করতে যান দুই শতাধিক জেলে। জেলেরা সোমবার বনের নিশাণবাড়িয়া, পাকগুদি ও তাম্বলবুনিয়া খালে কাঁকড়া আহরণ করছিলেন। এ দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ১০-১২ সশস্ত্র দস্যু একে একে ওই তিন পয়েন্টে হানা দিয়ে জেলেদের অপহরণ করে। শরণখোলা থানার ওসি শাহ আলম মিয়া জানান, অপহরণের বিষয়টি মহাজনদের মাধ্যমে তিনি জেনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

জানা যায়, শরণখোলা উপজেলার সোনাতলার তানজের বয়াতী ও মোরেলগঞ্জের ফুলহাতার ছগির ভাণ্ডারী কিছু অস্ত্রশস্ত্র নিয়ে যৌথভাবে নয়ন বাহিনী নামে নতুন দস্যুদল গঠন করেন। সম্প্রতি ওই বাহিনী নিজেদের জানান দেওয়ার জন্য শরণখোলা রেঞ্জের দুধমুখী, শ্যালা ও চাঁদপাই রেঞ্জের তেঁতুলবাড়িয়ায় মহড়া দিয়ে জেলেদের মধ্যে ভীতি সৃষ্টি করে। তারা এই প্রথম বার ৪০ জেলেকে অপহরণ করল।

সর্বশেষ খবর