বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

গমবীজে কীটনাশক মারা যাচ্ছে পাখি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা বিএডিসি খামার ও আশপাশ এলাকায় মারা যাচ্ছে শত শত পাখি। ফার্মের বপন করা গমবীজে মাত্রাতিরিক্ত বিষ প্রয়োগের কারণে এমনটি হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। ফসলি জমির যেখানে সেখানে পড়ে আছে মরা কবুতরসহ নানা প্রজাতির পাখি। মৃত পাখপাখালি খেয়ে মারা যাচ্ছে কুকুর। এলাকাবাসীর অভিযোগ, পাখপাখালি যাতে বপন করা গমের ক্ষতি না করতে পারে এ জন্য গমে বিষ মিশিয়ে জমিতে ছিটিয়ে দেয় বিএডিসি খামার কর্তৃপক্ষ। জমিতে গিয়ে গমের দানা মুখে নিলেই মারা যাচ্ছে পাখি। মৃত পাখি খেয়ে খামার এলাকায় একটি কুকুরও মরে পড়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ বলছেন, এক সপ্তাহ আগে চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের গমে রোগ ও পোকার আক্রমণ ঠেকানোর জন্য কীটনাশক প্রয়োগ করা হয়। তারপর থেকে ওই গমের জমিতে গেলেই বন্য ও গৃহপালিত পশুপাখি মারা যাচ্ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সিনিয়র সহকারী পরিচালক (খামার) আমিন উল্ল্যাহ বলেন, ‘বিষয়টি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা আমাকে জানিয়েছেন। আমরা ফসলের জমিতে যে কীটনাশক ব্যবহার করি তা মানুষ ও পশুপাখির জন্য নিরাপদ। বহিরাগত কেউ খামারে পাখি শিকারের জন্য বিষ ছিটিয়ে থাকতে পারে।’

সর্বশেষ খবর