বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাঁচ মিনিট স্তব্ধ ছিল নেত্রকোনা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা ট্রাজেডি দিবস উপলক্ষে গতকাল বেলা পৌনে ১১টা থেকে পাঁচ মিনিট ‘স্তব্ধ নেত্রকোনা’ পালিত হয়েছে। জেলা শহরের শহীদ মিনারের সামনে থেকে শুরু করে প্রতিটি মোড়ে এই নীরবতা পালন করা হয়। এতে অংশ নেন নেত্রকোনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ জনতা। ২০০৫ সালের এই দিনে উদীচীর সামনে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় উদীচীর সাংস্কৃতিক কর্মীসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এরপর থেকে প্রতি বছর দিনটি নেত্রকোনাবাসী ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন। নীরবতা পালনের পর শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে শহীদদের স্মরণে স্থায়ী স্মৃতিফলকে অর্পণ করা হয় পুষ্পস্তবক। এছাড়া দিনব্যাপী পালিত হয়েছে নানা কর্মসূচি

সর্বশেষ খবর