বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অবহেলায় মৃত্যু

বাউফল প্রতিনিধি

 

পটুয়াখালীর বাউফলে ‘সেবা ক্লিনিকে’ মরিয়ম বেগম (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। মরিয়মের মৃত্যুর জন্য ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন স্বজনরা। জানা গেছে, দশমিনা উপজেলার চর শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মরিয়মকে সন্তান প্রসবের জন্য স্বজনরা গতকাল সকালে সেবা ক্লিনিকে নিয়ে আসেন। কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা শেষে মরিয়মকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর ক্লিনিকের এক পরিচালক বাইরে অপেক্ষমাণ মরিয়মের ভাই ও বোনকে জানান ক্লিনিকে পর্যাপ্ত অক্সিজেন নেই। রোগীকে দ্রুত বরিশাল পাঠাতে হবে। এরপর কয়েকজন নার্স ও ওয়ার্ড বয় মরিয়মকে কম্বলে পেঁচিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলে দেন। স্বজনরা অ্যাম্বুলেন্সে উঠে দেখেন মরিয়ম মারা গেছে।

বোন কুলসুম বলেন, ‘ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মরিয়ম মারা গেছেন। দায় এড়াতে তারা মৃতদেহ বরিশাল পাঠানোর নামে নাটক সাজান। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

 

সর্বশেষ খবর