বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

রাষ্ট্রীয় মর‌্যাদায় মুক্তিযোদ্ধার দাফন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকার মুক্তিযোদ্ধা ডা. নাজমুল হাসানের রাষ্ট্রীয় মর‌্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলামিন ভূঁইয়া দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। -রূপগঞ্জ প্রতিনিধি

 

পাটের ব্যাগ ব্যবহার না করায় জরিমানা

পাটের ব্যাগ ব্যবহার না করায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ পাইকারি বাজারে অভিযান চালিয়ে ৭টি রাইস এজেন্সির মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল গতকাল এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় র‌্যাব-১১’র এএসপি মো. মশিউর রহমানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।র‌্যাব জানায়, রাইস এজেন্সি মালিক হাজী মো. বাবুলকে ২টি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ৮ হাজার, হাসানকে ১০ হাজার, মহাবুবুর রহমানকে ২ হাজার এবং শাকিল আহমেদ, ফারুক ও খোকনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন মা

পটুয়াখালীর বাউফলে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন মা। উপজেলার নাজিরপুর গ্রামে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে নাজিরপুরের জালাল হাওলাদারের ছেলে রিপন প্রায়ই নেশা করে বাড়ি ফিরে মা, স্ত্রী ও শিশুসন্তানকে নির্যাতন করত। ঘটনার দিন গতকাল দুপুরে রিপন নেশাগ্রস্ত অবস্থায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। মা বাধা দিলে রিপন তাকে মারধর করে। —বাউফল প্রতিনিধি

সাংবাদিকের অফিসে হামলা

ভোলায় এনটিভির স্টাফ করসপন্ডেন্ট আফজাল হোসেনের অফিসে ঢুকে সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে ভোলার বিভিন্ন সাংবাদিক সংগঠন। সদর রোডের কে-জাহান মার্কেটের সামনে গতকাল ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার এবং অস্ত্রের লাইসেন্স বাতিলের আলটিমেটাম দেন সাংবাদিকরা। উল্লেখ্য, গুরুতর আহত আফজাল সদর হাসপাতালে চিকিত্সাধীন। —ভোলা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর