শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া ফরিদপুরে দুজন এবং সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও সাতক্ষীরায় মারা গেছেন একজন করে। বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী দোয়েল পাম্পের সামনে গতকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ অজ্ঞাত পরিচয় যুবক নিহত হন। তারা হলেন- বগুড়া সদরের ছোট বেলাইল গ্রামের আশরাফুলের স্ত্রী সাজেদা, তার ছেলে সুর্য ও অজ্ঞাতনামা যুবক। অপরদিকে কাহালুতে বাসের ধাক্কায় নুরজাহান নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কাহালু উপজেলার বাথই গ্রামের আমজাদের স্ত্রী। এ দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ সাতজন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। ফরিদপুর : নগরকান্দা উপজেলার মশাউজানে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- জিয়া ও অজ্ঞাত পরিচয় যুবক। সিরাজগঞ্জ : সলঙ্গায় বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে ফারুক (৪০) নামের কাভার্ড ভ্যান চালক নিহত ও বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। নলকা-হাটিকুমরুল মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগরে পিকআপ ভ্যানচাপায় সাইফুল ইসলাম নামে পুলিশের এক সোর্স নিহত হয়েছেন। সাতক্ষীরা : বাস ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক মীর ইউসুফ আলী নিহত হয়েছেন। এ সময় আহত হন ইউসুফের ভাই সৈকত ও কামরুজ্জামান নামে এক যুবক। সাতক্ষীরা ছয়ঘোরিয়া মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর : হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল রিহা মনি নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রিহা হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও রান্ধুনীমুড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে।

সর্বশেষ খবর