শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্ব ইজতেমার প্রস্তুতি এগিয়ে চলছে

টঙ্গী প্রতিনিধি

রাজধানীর সন্নিকটে তুরাগ নদের তীরে এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। প্রতিদিন স্বেচ্ছায় কাজ করছেন বিভিন্ন এলাকার মুসল্লিরা। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন ৫১তম বিশ্ব ইজতেমা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। ১০ জানুয়ারি শেষ হবে প্রথম পর্ব। এরপর চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি শেষ হবে। ময়দানের জিম্মাদার    গিয়াস উদ্দিন বলেন, জায়গা সঙ্কুলানের অভাবে এই প্রথম ৬৪ জেলাকে ভাগ করা হয়েছে।

গাজীপুর-২ আসনের এমপি মো. জাহিদ আহসান রাসেল বলেন, ময়দানে আসা মুসল্লিদের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়দানের অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যার   কাজ চলমান রয়েছে।

সর্বশেষ খবর