শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কারখানার বিষাক্ত বর্জ্যে ৮ লাখ টাকার মাছ মরে গেছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানার বিষাক্ত বর্জ্যে পাঁচটি খামারের প্রায় ৮ লাখ টাকার মাছ মরে গেছে। ক্ষতিগ্রস্ত খামারিরা বিষাক্ত বর্জ্য ফেলা বন্ধের দাবি জানিয়েছেন। গত দুই দিনে উপজেলার তারাব পৌরসভার কাজীপাড়া এলাকায় অবস্থিত ওইসব খামারের মাছ মরে যায়। জানা গেছে, ইউনুছ মিয়া, নাসির খান, নুর হোসেন, ইমান আলী কাজীপাড়া এলাকায় পাঁচটি মাছের খামার গড়ে  তোলেন। এসব খামারে তারা লাখ লাখ টাকা খরচ করেছেন। রনি টেক্সটাইল নামে একটি কারখানার বিষাক্ত বর্জ্যে সরাসরি পাঁচটি মাছের খামারে পড়ে। এতে করে খামারের পানি নষ্ট হয়ে বিষাক্ত হয়ে উঠেছে।

সর্বশেষ খবর