শিরোনাম
রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিএনপি মেয়র প্রার্থীর বৈঠকে গুলি, বোমা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় বিএনপি দলীয় মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুনের উঠান বৈঠকে গতকাল দুর্বৃত্তরা গুলি  চালিয়েছে। এ সময় শাওন, খোকন ও জামান নামে তিন যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে। সন্ধ্যায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুর নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মেয়র প্রার্থী জহির উদ্দিন হারুন অভিযোগ করেন, দিনভর বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় পৌরসভার হাজীপুর নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে উঠান বৈঠকে মিলিত হন। এ সময় ২০-২৫ জন সন্ত্রাসী তাদের বৈঠকস্থলে এসে বৃষ্টির মতো গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি দাবি করেন, যুবলীগ ও ছাত্রলীগ কর্মী ডালিম, নবী ও মাহফুজের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের আটক না করে উল্টো তার কর্মী-সমর্থকদের হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন। বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা- এ ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই। 

সর্বশেষ খবর