সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইসকন মন্দিরে হামলা

মামলা ডিবিতে, আরও ছয় আসামির রিমান্ড

দিনাজপুর ও গাইবান্ধা প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে বোমা ও গুলির ঘটনার মামলা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এ মামলায় গাইবান্ধা ও দিনাজপুর থেকে আটক ছয় আসামির গতকাল বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন— মোসাব্বের, সাখাওয়াত, আবু জাফর, ফরহাদ, ফুয়াদ, শিহাব। একই মামলায় শরিফুল ইসলামকে শনিবার আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। দিনাজপুর ডিবির ওসি রেদওয়ানুর রহিম জানান, গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল বারীর আদালতে গ্রেফতার জেএমবি সদস্য মোসাব্বিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক তা মঞ্জুর করেন। এদিকে গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি জানান, পলাশবাড়িতে আটক সাখাওয়াত, আবু জাফর এবং তার ছেলে ফরহাদ, ফুয়াদ ও শিহাবকে গতকাল আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করলে বিচারক দুদিন করে মঞ্জুর করেন। এদের মধ্যে সাখাওয়াত কাহারোলে হামলার সময় ঘটনাস্থল থেকে আটক শরিফুল ইসলামের বাবা। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে মন্দিরে কীর্তন চলাকালে বোমা বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে দিনাজপুর মেডিকেলে চিকিত্সাধীন রয়েছেন।

সর্বশেষ খবর