মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শ্রদ্ধা ভালবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

প্রতিদিন ডেস্ক

গতকাল ১৪ ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের মাত্র দুদিন আগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার বুনো উল্লাসে মাতে হানাদার বাহিনী ও তাদের দোসররা। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

রংপুর : জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসে স্বাধীনতা স্মারক ও দমদমা বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্মরণ করা হয় শহীদদের। ক্যাম্পাসে বের হয় শোকর্যালি। বগুড়া : কেন্দ ীয় শহীদ মিনারে পুষপমাল্য অর্পণ করে প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাসদসহ বিভিন্ন সংগঠন। পরে জেলা আওয়ামী লীগ ও বিএনপি পৃথক আলোচনা সভা করে। এছাড়া সাংস্কৃতিক জোট, বগুড়া সাংবাদিক ইউনিয়নও পৃথক সভার আয়োজন করে। দিনাজপুর : জেলা শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রেসক্লাবের উদ্যোগে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণ করা হয় পুষ্পমাল্য। ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে কর্মসূচির সূচনা হয়। পরে শোকর্যালি বের হয়ে বাকৃবির বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন। টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শোকর্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরে পুষ্পস্তাবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নেত্রকোনা : সন্ধ্যায় জেলার সাতপাই স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করেন জেলার কমিউনস্ট পার্টি, ন্যাপ, উদীচীসহ সমমনা দল ও সংগঠনগুলোর নেতারা। কলাপড়া : পটুয়াখালীর কলাপাড়ায় পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বুদ্ধিজীবী হত্যার প্রতিবাদ জানানো হয়েছে। পরে সমাবেশে বক্তারা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং জামায়াতের সব প্রতিষ্ঠান নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।এছাড়া কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরগুনার আমতলীতে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

সর্বশেষ খবর