মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
সুইসাইড নোট লিখে আত্মহত্যা

তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শিক্ষকদের অপমান সহ্য করতে না পেরে স্কুলছাত্রী উম্মে হাবিবা শ্রাবণীর আত্মহত্যার ঘটনায় গতকাল তার বাবা তিন শিক্ষকসহ পাঁচজনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন। এতে শিক্ষিক নাসরিন সুলতানা, কামরুল হক মুন্না, আবদুল জব্বার এবং ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন ও জানে আলমকে আসামি করা হয়েছে।

এদিকে ওই ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা গতকাল নারায়ণগঞ্জে শ্রাবণীর বাসায় গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের বক্তব্য গ্রহণ করেন। শ্রাবণীকে মারধর করা অভিযুক্ত শিক্ষক কামরুল হক মুন্না কমিটির কাছে দোষ স্বীকার করে মৌখিক এবং লিখিত বক্তব্য প্রদান করেছেন। উল্লেখ্য, গত বৃস্পতিবার শহরের গণবিদ্যা নিকেতন স্কুলের প্রভাতী শাখার নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা শ্রাবণী শিক্ষকের অপমান সহ্য করতে না বাসায় ডায়েরিতে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দেয়।

সর্বশেষ খবর