মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নেতার ফাঁসি দাবিতে বিক্ষোভ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকাসংলগ্ন বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম মাহবুব ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তার ফাঁসি দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। একাধিক মামলার আসামি মাহবুব সরকারি দলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েছে। জানা যায়, মাহবুব ক্ষমতার দাপটে গড়ে তুলেন সন্ত্রাসী বাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা, খুন, অপহরণ, ধর্ষণসহ আরও নানা অপরাধের অভিযোগ থাকলেও কেউ মুখ খুলতে সাহস পায়নি। তিনি বিভিন্ন উপায়ে গড়েছেন টাকার পাহাড়। তার অত্যাচারে অতিষ্ঠ মারুফ ভুঁইয়ার নেতৃত্বে রবিবার সন্ধ্যায় একটি মিছিল উত্তরা হাউজ বিল্ডিং থেকে শুরু হয়ে আজমপুরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার বিক্ষুব্ধ জনতা মিছিলে অংশ নেন। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করলে মাহবুবের বিরুদ্ধে একাধিক মামলা ও এলাকাবাসীর বিক্ষোভ মিছিলের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাতে গাজীপুরের কালিয়াকৈর থানায় মাহবুবের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই রাতেই নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সর্বশেষ খবর