বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
উল্লাসে মেতেছে সর্বস্তরের মানুষ

দাশিয়ারছড়ায় ৬৮ বছর পর বিজয়োৎসব

কুড়িগ্রাম ও ফুলবাড়ী প্রতিনিধি

দাশিয়ারছড়ায় ৬৮ বছর পর বিজয়োৎসব

দাশিয়ারছড়ায় জাতীয় পতাকা হাতে শিশুরা —বাংলাদেশ প্রতিদিন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের অভ্যন্তরের অধুনা বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় দীর্ঘ ৬৮ বছর পর এবারই প্রথম আনুষ্ঠানিক ও জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য গত সোমবার রাতে দাশিয়ারছড়ার কালিরহাট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় প্রস্তুতিসভা। সভার সিদ্ধান্ত অনুযায়ী দাশিয়ারছড়ার কালিরহাটে সমন্বিতভাবে দিবসটি পালন ছাড়াও, স্থানীয় আওয়ামী লীগ, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পাড়া মহল্লা কমিটি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাভিত্তিক যুব সমাজ পৃথক কর্মসূচি হাতে নেয়।

দাশিয়ারছড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, স্থানীয়দের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিজয় দিবসের কর্মসূচি পালনে ব্যস্ত ছেলে-মেয়ে, বুড়ো সবাই। কালিরহাট বাজারের আওয়ামী লীগ অফিসের সামনে কলা গাছ দিয়ে বানানো হচ্ছে অস্থায়ী শহীদ মিনার। প্রতিটি বাড়িতে উড়ছে লাল-সবুজের পতাকা। লাল-সবুজ কাগজ দিয়ে সাজানো হয়েছে বাসাবাড়ি দোকানপাটসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে ২১ বার পটকা ফুটিয়ে দিবসের শুভ সূচনা ছাড়াও ১৬ ডিসেম্বর সকালে সবাই জাতীয় পতাকা হাতে কালিরহাট বাজারের নবনির্মিত অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হবেন। সকাল ৮টায় জাতীয় সংগীতের মাধ্যমে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। এরপর রয়েছে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন, শহীদ মিনারে পুষপমাল্য অর্পণ, র‌্যালি, সমাবেশ, মুক্তিযুদ্ধে শহীদদের জন্য প্রার্থনা ও আলোচনা সভা। দুপুরে সমন্বয়পাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ খবর