বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বঙ্গবন্ধু সাফারি পার্কের ১৭ একর জমি দখলমুক্ত

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রায় ১৭ একর জমি গতকাল দখলমুক্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন এ জমিতে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এক শ্রেণির ব্যবসায়ী। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টাচর্য বলেন, পার্কের অধিগ্রহণকৃত জমির প্রায় ১৭ একর স্থানীয় কিছু লোক অবৈধভাবে দখল করে কাঁচা-পাকা বাড়ি, দোকান নির্মাণ করে। এতে পার্ক কর্মকর্তা-কর্মচারী ও দর্শণার্থীরা সমস্যায় পড়তেন। স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ নিলেও কোনো ফল না পাওয়ায় জেলা প্রশাসনে অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই জমিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জানান, পার্কের জমিতে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ছাড়াও পাঁকা-কাচা অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শ্রীপুর, জয়দেবপুর থানা পুলিশ ছাড়াও আনসার সদস্যরা উচ্ছেদ অভিযানে সাহায্য করেন।

সর্বশেষ খবর