বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভাঙ্গায় সংঘর্ষ ভাঙচুর লুট, আহত ৩০

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র  করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে আহত হন ৩০ জন। ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গজারিয়া মহল্লার বাসিন্দা ভাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইমদাদুল হক বাচ্চুর সঙ্গে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকিরের বিরোধ চলছে। স্থানীয় নওপাড়া বাজারে আসার পথে গতকাল সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। বেলা সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপের শতাধিক লোক। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আধিপত্য বিস্তারই এই সংঘর্ষের মূল কারণ।

ব্রাহ্মণবাড়িয়া আহত ১৫ : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বিজয়নগরে গতকাল দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। উপজেলার সিঙ্গারবিল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয়েছে উভয়পক্ষের ১০টি বাড়িঘরে। বিজয়নগর থানার ওসি জানান, সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ খবর