শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত

• বান্দরবানে সাত শ্রমিক • ৯ জেলায় আরও ১৩

প্রতিদিন ডেস্ক

সারা দেশে গতকাল সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে মারা যান সাত শ্রমিক। এছাড়া কুমিল্লা, টাঙ্গাইল, রাজবাড়ী, ঢাকার সাভার, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মাদারপুরের কালকিনিতে প্রাণহানি ঘটেছে আরও ১৩ জনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বান্দরবান : লামায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। চকরিয়া-লামা সড়কের ইয়াংছার মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আলীকদমে মোবাইল ফোনের নেটওয়ার্ক টাওয়ার বসানোর জন্য সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে ট্রাক উল্টে সাত শ্রমিক মারা যান। আহত হন অন্তত ১১ জন। নিহতরা হলেন— রাজীব, রবিন, আমজাদ, আফতাব, আলেক, আজিজ ও হাসান। তাদের বাড়ি সাতক্ষীরা ও পাবনা জেলায়। আহতদের কক্সবাজার সদর, চকরিয়ার মালুমঘাট ও হাঁসেরদীঘি সেনাবাহিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা : দেবিদ্বারে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন— দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের আবদুর রহিম ও তেমো গ্রামের সোহেল। গতকাল সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে গতকাল বাস ও ট্রাকের সংঘর্ষে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ দুজন নিহত ও আহত হয়েছেন ১০ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, পাবনা ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক ও কুষ্টিয়া দৌলতপুরের সাইফুল ইসলাম। রাজবাড়ী : দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দে গতকাল মাহেন্দ  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন— ফরিদপুর সদর উপজেলার আছিয়া বেগম ও বিল্লাল ফকির। এ সময় খলেক নামে একজন আহত হন। সাভার : ঢাকার সাভারের আনোয়ার জং-আশুলিয়া সড়কে গতকাল বাস-ট্রাক সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম ও এবাদুল নামে দুজন নিহত এবং আহত হন ছয়জন। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম : পটিয়ায় বাস-নসিমন সংঘর্ষে নসিমনের চালক আবুল হাশেম নিহত ও দুজন আহত হন। উপজেলার জৌল্লার দিঘীরপাড় এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত হাশেমের বাড়ি উপজেলার আনজুর হাট এলাকায়। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলায় অটোরিকশার ধাক্কায় চাঁন আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার রাতে সদর হাসপাতালে তিনি মারা যান। ওই দিন সন্ধ্যায় অটোরিকশার ধাক্কায় আহত হয়েছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া : জেলা শহরের গোকর্ণ রোডে গতকাল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তাহমিনা আক্তার রুমি নিহত হয়েছে। রুমী শহরের পূর্ব পাইকপাড়ার হামদু মিয়ার মেয়ে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সিরাজগঞ্জ : সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ব্র্যাক কর্মী অপূর্বর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দির অদিত্য দাসের ছেলে ও সলঙ্গা থানার ব্র্যাক পাচলিয়া বাজার শাখায় কর্মরত ছিলেন। বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সাহেবগঞ্জ বাজারে গতকাল এ দুর্ঘটনা ঘটে। কালকিনি : মাদারীপুরের কালকিনিতে বুধবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় শামীম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীসহ দুজন। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহত শামীম কালকিনি পৌর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর