শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

দুই দলের ১০ বিদ্রোহী বহিষ্কার

প্রতিদিন ডেস্ক

নরসিংদী, মাদারীপুর, টাঙ্গাইল ও পাবনায় ১০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে পৌর নির্বাচনে অংশ নেওয়া বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। জেলা প্রতিনিধি জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নরসিংদী পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এসএম কাইয়ূমকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্প্রতিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া এই বহিষ্কারাদেশ ঘোষণা করেন। এসএম কাইয়ূম জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস। মাদারীপুর প্রকিনিধি জানান, কালকিনি পৌরসভায় দুই বিদ্রোহী মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক লোকমান হোসেন সরদারকে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বিষয়টি নিশ্চিত করেছেন। টাঙ্গাইল প্রতিনিধি জানান, কালিহাতীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন খালিদ, গোপালপুরে বেলায়েত হোসেন, ভুঞাপুরে আজাহারুল ইসলাম ও তারিকুল ইসলাম চঞ্চলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাবনা প্রতিনিধি জানান, চাটমোহর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রফেসর আব্দুল মান্নান, সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

সর্বশেষ খবর