শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খবর সংক্ষেপ

বিদ্রোহী প্রার্থীর ধাওয়ায় ...

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আহমেদ আলী বিদ্রোহীদের ধাওয়া খেয়ে পালিয়েছেন। গতকাল সন্ধ্যার দিকে গাংনী পৌরসভার পূর্ব মালসাদহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব মালসাদহ এলাকায় বিদ্রোহী প্রার্থী আশরাফুলের কিছু মহিলা কর্মী প্রচার শুরু করেন। একই সময়ে আওয়ামী লীগ প্রার্থী আহমেদ আলী তার কর্মীদের নিয়ে একই এলাকায় প্রচার শুরু করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক বেধে যায়। একপর্যায়ে আশরাফুল লাঠিসোঁটাসহ কয়েকটি মোটরসাইকেলে করে কর্মীদের নিয়ে আহমেদ আলী ও তার কর্মী-সমর্থকদের ধাওয়া করেন। এ সময় আহমেদ আলীসহ তার কর্মীরা দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেন। আশরাফের লোকজন সেই বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ খবর পেয়ে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ আহমেদ আলীসহ তার কর্মীদের উদ্ধার করে।

—মেহেরপুর প্রতিনিধি

 

প্রার্থীকে প্রাণনাশের হুমকি

নাটোর পৌরসভা বিএনপির মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন প্রচারণায় বাধাদান ও পোস্টার ছেঁড়াসহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

—নাটোর প্রতিনিধি

 

দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় মারধর

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় গতকাল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম বাকের ইদ্রিসকে বেদম পিটিয়ে আহত করেছেন স্থানীয় আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা। এ ঘটনা নিয়ে উভয় পক্ষে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

—ফরিদপুর প্রতিনিধি

 

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় গতকাল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম বাকের ইদ্রিসকে বেদম পিটিয়ে আহত করেছেন স্থানীয় আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা। এ ঘটনা নিয়ে উভয় পক্ষে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

—ফরিদপুর প্রতিনিধি

 

সেনা মোতায়েন দাবি

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে সেনা মোতায়েনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বরগুনা ও পাথরঘাটা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী এসএম নজরুল ইসলাম ও মল্লিক মো. আইউব। গতকাল বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

—বরগুনা প্রতিনিধি

 

চৌমুহনীতে বিএনপির প্রচারণা

নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন হারুনের সমর্থনে জমজমাট প্রচারণা চলছে। গতকাল পৌর শহরের বিভিন্ন স্থানে প্রার্থীকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলুর পক্ষে প্রচারণা চালান তার স্ত্রী শামীমা বরকত লাকী, সাবেক ছাত্রনেতা মনজুরুল আজিম সুমন প্রমুখ। এ সময় তারা ধানের শীষ প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। শামীমা বরকত সাংবাদিকদের জানান,  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে বিএনপির প্রার্থী জয়ী হবেন।

— নোয়াখালী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর