শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

বেতনের দাবিতে বিক্ষোভ

গাজীপুরের টঙ্গী আউচপাড়া বেক্সিমকো রোডে সিনিক গার্মেন্টস কারখানায় শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে গতকাল বিক্ষোভ করে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ গতকাল ছুটি ঘোষণা করে।

এ ব্যাপারে কারখানার জিএম মো. ওয়ালিউল্লাহ বলেন, শনিবার শ্রমিকদের বেতন দেওয়া হবে। —টঙ্গী প্রতিনিধি

 

ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হাসিব মিয়া নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার বাড়ৈপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। আহত হাসিব মিয়া ওই এলাকার আবদুল মতিনের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। —রূপগঞ্জ প্রতিনিধি

 

মতবিনিময়

নারী-শিশু নির্যাতন বন্ধে গাজীপুর প্রেসক্লাবে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলোকিত মানুষ প্রকল্পের কর্মকর্তারা মতবিনিময় করেছেন। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন আবুল হোসেন, সারোয়ার হোসেন, মো. হাসমত আলী, আলোকিত মানুষ প্রকল্পের কর্মকর্তা সালমা বেগম, শোভা খানম প্রমুখ। সভায় শোভা খানম জানান, গাজীপুর সদরে ৫৭৮টি নারী-শিশু নির্যাতন, ৫টি বাল্যবিবাহের অভিযোগ পাওয়া গেছে। এসবের মধ্যে ১২টি ধর্ষণের ঘটনাও রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে ৩০টি মামলা পরিচালনা, ২০টি মামলা নিষ্পত্তি এবং ১০০ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে আলোকিত মানুষ প্রকল্প। —গাজীপুর প্রতিনিধি

বিজয় র‌্যালি

পরিবেশবাদী সংগঠন ব্যায়াম ডটকমের উদ্যোগে বুধবার ডেমরায় বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হাজী মো. নুরুদ্দিন, সাধারণ সম্পাদক লিটন পাটোয়ারীসহ সংগঠনের অর্ধ শতাধিক সদস্য। র‌্যালি শেষে এক আলোচনা সভা ও বিজয় দিবসের বিশেষ খাবারের আয়োজন করা হয়। অসহায় দুস্থদের মাঝেও খাবার বিতরণ করা হয়। —রূপগঞ্জ প্রতিনিধি

 

ভারতে সড়ক দুর্ঘটনায় বদরগঞ্জের দুজন নিহত

রংপুর বদরগঞ্জের ব্যবসায়ী ও ঠিকাদার নাছিমুল গনি শাহ্ (৪৭) ও তার ভায়রা আলতাফ হোসেন (৫৫) ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শিলিগুড়িতে বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান স্বজনরা।

—বদরগঞ্জ প্রতিনিধি

 

গোপালগঞ্জে বিজয় র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল গোপালগঞ্জে বিজয় র‌্যালি করেছে জেলা আওয়ামী লীগ। র‌্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন, শেখ রকিব হোসেন, মাহবুব আলী খান, শেখ রুহল আমিন, কাজী লিয়াকত আলী লেকু প্রমুখ।

—গোপালগঞ্জ প্রতিনিধি

 

বিভাগ ঘোষণার দাবি

‘যশোর বিভাগ’ ঘোষণার দাবিতে মাগুরা জেলা প্রশাসক মুহা: মাহবুবর রহমান ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোর বিভাগ আন্দোলন পরিষদ। গতকাল দুপুরে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী আব্দুস সাত্তার, সদস্যসচিব হাবিবুর রহমান খান, জাহাঙ্গির আলম, খাইরুল ইসলাম, আবু বাসার আখন্দ, অলোক বোস, অরুণ শীল, আরাফাত হোসেন, মুশফিকুর রহমান প্রমুখ।

—মাগুরা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর