শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কুষ্টিয়ায় শ্যালিকা-দুলাভাই বগুড়ায় মেম্বার নিহত

সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শ্যালিকা-দুলাভাই নিহত হয়েছেন। বগুড়ায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ইউপি সদস্যের। এ ছাড়া লালমনিরহাট, চট্টগ্রাম, গোপালগঞ্জ, পিরোজপুর, গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও পাঁচজন। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুষ্টিয়ার নলখোলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনিব (৪০) ও তার শ্যালিকা জাহানারার (৩২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক আরোহী জাহানারার ছোট বোন লতা (২৬) আহত হয়েছেন। গতকাল সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বৈষ্ণবপুর গ্রামের কদম মণ্ডলের মেয়ে এবং মুনিব কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গজনয়পুর গ্রামের হারেছ মণ্ডলের ছেলে। এদিকে বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গাড়ীদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন মারা গেছেন। লালমনিরহাটে স্কুলছাত্র : লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাতীবান্ধার খানেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র হাতীবান্ধার গড্ডিমারী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং গড্ডিমারী এলাকার হোসেন আলীর ছেলে।

চট্টগ্রামে দমকল কর্মী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলার রাস্তার মাথা এলাকায় ট্রাকের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৪) নামে এক দমকল কর্মী নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম মিরসরাই ফায়ার স্টেশনে লিডার হিসেবে কর্মরত ছিলেন। গোপালগঞ্জে নসিমনযাত্রী : গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় বেলায়েত হোসেন শেখ নামে এক নসিমনযাত্রী নিহত ও অন্য তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের চর-প্রসন্নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের শফি শেখের ছেলে।

পিরোজপুরে ব্যবসায়ী : মঠবাড়িয়া-চরখালী সড়কে ট্রাকচাপায় গতকাল মহব্বত আলী গাজী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মহব্বত আলী গাজীর বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর চাপড়া গ্রামে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

সর্বশেষ খবর