শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগ-বিএনপির গলার কাঁটা বিদ্রোহী প্রার্থী-জামায়াত

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

আওয়ামী লীগ-বিএনপির গলার কাঁটা বিদ্রোহী প্রার্থী-জামায়াত

ফুলবাড়ীতে পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র শাহাজাহান আলী সরকার পুতুর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নিজ দলের বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত যুবলীগ সভাপতি খাজা মঈনুদ্দিন। অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী শাহাদত্ আলী সাহাজুলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী উপজেলা জামায়াতের আমীর জয়নাল আবেদীন। এতে সুবিধাজনক অবস্থানে রয়েছেন ২ হেভিওয়েট স্বতন্ত্রী প্রার্থী বর্তমান মেয়র খনিবিরোধী আন্দোলনের নেতা ও অরাজনৈতিক সংগঠন সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক মুরতুজা সরকার মানিক ও তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। এ ছাড়া নিজেদের অবস্থান ঠিক রাখতে জোরালোভাবে প্রচারণায় নেমেছেন সিপিবির প্রার্থী এস এম আবদুল্লা নুরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আল-আমিন সরকার ও জাতীয় পার্টি প্রার্থী জামিল উদ্দিন। প্রথম দলীয় প্রতীকে পৌর নির্বাচন হওয়ায় দলীয় নেতা-কর্মীরা দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করলেও ফুলবাড়ী পৌর নির্বাচনে সেই প্রভাব পুরোপুরি ভোটারদের মধ্যে সাড়া ফেলতে পারিনি। ভোটাররা এখনো আগের মতো ফুলবাড়ী রক্ষার আন্দোলনে ঐকমত্য পোষণ করছেন। সাধারণ ভোটাররা বলছেন, উন্মুক্ত খনি বাস্তবায়নের হাত থেকে ফুলবাড়ীকে রক্ষা করা না গেলে ফুলবাড়ীর কোনো অস্তিত্ব থাকবে না। সে ক্ষেত্রে শুধু দলীয় বিবেচনায় ভোট দিলে হবে না, ফুলবাড়ী রক্ষার জন্য যারা এগিয়ে আসবে তাদেরই মেয়র হিসেবে দেখতে চাই। তবে অনেক ভোটারই নির্বাচনের প্রতীক দলীয় প্রতীকে বিবেচনায় নিতে দেখা গেছে।

সর্বশেষ খবর