শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পর্যটকের ঢলে উৎসবমুখর রাঙামাটি কক্সবাজার

প্রতিদিন ডেস্ক

পর্যটকের ঢলে উৎসবমুখর রাঙামাটি কক্সবাজার

রাঙামাটির ঝুলন্ত সেতু —বাংলাদেশ প্রতিদিন

পর্যটকের ঢলে কক্সবাজার সমুদ্রসৈকত এবং রাঙামাটি উৎসবমুখর হয়ে উঠেছে। প্রকৃতিক ঝরনা হিমছড়ি, ইনানি, সেন্টমার্টিন, রাঙামাটির পেদাটিংটিং, সুবলং ঝরনা ও পর্যটন স্পট, টুকটুক ইকো ভিলেজ, গিরিশোভা ভাসমান রেস্তোরাঁ, পৌর পার্ক, সুখী নীলগঞ্জ, উপজাতীয় জাদুঘর, রাজবন বিহার, চাকমা রাজার বাড়ি এখন দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে জমজমাট। কক্সবাজার থেকে আমাদের প্রতিবেদক সায়েদ জালাল উদ্দিন জানিয়েছেন, কক্সবাজার সমুদ্রসৈকতে বসেছে দেশি-বিদেশি পর্যটকের মিলনমেলা। মুখরিত হয়ে উঠেছে সৈকত। সাগরপাড় ছাড়িয়ে প্রাকৃতিক ঝরনা হিমছড়ি, ইনানি ও সেন্টমার্টিনেও একই অবস্থা। জানা গেছে, সাগরপাড়ের আবাসিক হোটেল ছাড়িয়ে শহরতলির আবাসিক হোটেলগুলোও বুকিং হয়ে গেছে।  ইংল্যান্ড, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশের পর্যটক সাগরপাড়ে সময় কাটাচ্ছেন। রাঙামাটি থেকে ফাতেমা জান্নাত মুমু জানিয়েছেন, রাঙামাটিতে পর্যটকের ঢল নামতে শুরু করেছে। প্রতিদিনই দেশি-বিদেশি হাজার হাজার পর্যটকের আগমন ঘটছে। এ অবস্থায় রাঙামাটি এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জানা গেছে, শহরের সব আবাসিক হোটেলেই বেশ ভিড় লেগে আছে। হচ্ছে অগ্রিম বুকিং। রুম খালি পাওয়া কঠিন হয়ে উঠেছে। রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সও এখন কানায় কানায় পূর্ণ।

সর্বশেষ খবর