সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগ একক বিএনপির বাধা জামায়াত

গাইবান্ধা

গৌতমাশিস গুহ সরকার, গাইবান্ধা

আওয়ামী লীগ একক বিএনপির বাধা জামায়াত

গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে এবার ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দুজন প্রার্থী ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন পাঁচজন। এখানে আওয়ামী লীগ ও বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। আওয়ামী লীগ ও বিএনপি তাদের নিজ নিজ প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ অবস্থানে আছে। গতবারের পৌর নির্বাচন দলীয় না হলেও আওয়ামী লীগের যেমন একাধিক প্রার্থী ছিল তেমনি ১৪ দলের জাসদ ও ওয়ার্কার্স পার্টির নেতারাও প্রার্থী হয়েছিলেন। কিন্তু এবার মহাজোটের (জাতীয় পার্টিসহ) প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থীই সমর্থন পেয়েছেন। অন্যদিকে বিএনপি ২০ দলীয় জোটকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি জামায়াতে ইসলামীর প্রথম সারির নেতা বলে পরিচিত এক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।

গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এবার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী। জেলায় দীর্ঘদিন থেকে দলে বিভক্তি থাকলেও এবার মিলনের প্রার্থিতা নিয়ে কোনো বিরোধ নেই। এমনকি মহাজোটের সভায়ও মিলনের পক্ষে সমর্থন মিলেছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস্-উল আলম হীরু। এদিকে বিএনপি দলীয় প্রার্থী শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদের ক্ষেত্রে বিএনপি ঐক্যবদ্ধ অবস্থানে আছে বলে শহীদুজ্জামন শহীদ জানান। শহীদ বলেন,  জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু এবং গুরুত্বপূর্ণ নেতা-কর্মীরা মামলার কারণে আত্মগোপনে থাকায় নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না । তিনি আরও বলেন, জামায়াত নেতা একেএম ফেরদৌস আলম স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন কিন্তু জামায়াতের সমর্থন আমার পক্ষেই আছে। কিন্তু জামায়াত নেতা ও স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আলম বলেন, বিএনপি প্রার্থী শহীদু্জ্জামান নিতান্তই বিএনপি’র প্রার্থী তিনি ২০ দলীয় জোটের প্রার্থী নন। জামায়াতের লোকজনের সমর্থন আমার পক্ষেই আছে তারা আমার সঙ্গে কাজ করছে । বরং বিএনপি’র দলীয় লোকজন বিভিন্ন প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন।

সর্বশেষ খবর