সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিএনপির বিদ্রোহীরা সরে না দাঁড়ালে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ার ৯  পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরকে আগামী দুই দিনের মধ্যে নির্বাচন থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। গতকাল দুপুরে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির আঞ্চলিক নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু। দুই দিনের মধ্যে সব বিদ্রোহী প্রার্থীকে পত্রিকায় ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা দলের নির্দেশ অমান্য করবেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র অ্যাডভোকেট  এ কে এম মাহবুবর রহমান, আবদুল মোমেন তালুকদার খোকা, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, কেএম মাহবুবর রহমান হারেজ,  নাজির হোসেন, ফজলুল বারী বেলাল,  লাভলী রহমান, আবদুর রাফি পান্না, অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, তৌহিদুল আলম মামুন, মোশারফ হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর