সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খবর সংক্ষেপ

যুবলীগের সভা

বগুড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুবলীগের বর্ধিত সভা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ আবু আহম্মেদ নাসীম পাভেল। রেজাউল আশরাফ জিন্নাহ্র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা অ্যাড. রেজাউল করিম মন্টু প্রমুখ। এদিকে সারা দেশে পৌর নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবলীগের উদ্যোগে বিশেষ কর্মিসভা হয়েছে। ভালুকা ডিগ্রি  কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম পিন্টু। উপস্থিত ছিলেন বাবু সুব্রত পাল, শামসুল কবীর রাহাত, আ. কদ্দুস প্রমুখ।

—প্রতিদিন ডেস্ক

সেনা মোতায়েন চায় ন্যাশনাল পিপলস পার্টি

আগামী ৩০ তারিখের পৌরসভা নির্বাচনের আগে ২৫ ডিসেম্বর সেনা মোতায়েনের দাবি করেছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। তিনি বলেন, নির্বাচন কমিশন মাঠের অবস্থা জানেন না, নির্বাচন সুষ্ঠু করার জন্য অবশ্যই সেনা মোতায়েন করা দরকার। নিলু গতকাল শেরপুর পৌরসভায় এনপিপির প্রার্থী ডা. মাহবুবুর রহমান এর নির্বাচনী পথসভায় এই কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন মো. আবদুল হাই মন্ডল, সালমা রহমান, মহিউদ্দিন রাসেল।

—শেরপুর প্রতিনিধি

ইশতেহার

রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী গতকাল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা মো. আবদুস সোবহান, আবদুস সাত্তার, কাজী ইরাদত আলী, অ্যাড. শফিকুল আযম মামুন, অ্যাড. উজীর আলী, শফিকুল ইসলাম শফি প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। —রাজবাড়ী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর