সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

শতাধিক অবৈধ বসতঘর উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরের ১৭, ১৮ ও ১৯ নম্বর সেক্টরে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। উচ্ছেদ করা হয়েছে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পাশের অবৈধ স্থাপনাও। গতকাল দিনভর চলে হয় এ উচ্ছেদ অভিযান। এদিকে, প্লট বুঝিয়ে দেওয়া হয়নি এমন অভিযোগে অনেকে বিক্ষোভ করেছেন।

—রূপগঞ্জ প্রতিনিধি

বাউল গানের আসর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে দুদিন ব্যাপী বাউল গান ও আলোচনা সভা হয়েছে। শনিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া মধ্যপাড়া হাজী বাড়ির মাঠে বাউল গান অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন লতিফ সরকার ও আকলিমা। স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের পূর্বাঞ্চল পরিচালক (ল্যান্ড), রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক। —রূপগঞ্জ প্রতিনিধি

 

পত্রিকা অফিসে হামলা

বগুড়া শহরে মুক্ত সকাল নামে একটি পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় ওই অফিসের তিন কর্মচারিসহ চারজন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ওই অফিসের কম্পিউটার অপারেটর একরামুল হক আপেল জানান, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ ১০-১২ জন যুবক অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় তাদের হামলায় কম্পিউটার অপারেটর একরামুল, শহিদুল ইসলাম, পেস্টার মাহফুজুর রহমান ও অতিথি নজরুল ইসলাম আহত হন। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাস ধর্মঘট

সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে কিশোরগঞ্জে বাস ধর্মঘট ডেকেছেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। স্থানীয় এক সন্ত্রাসী পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে তালা দেওয়ায় গতকাল এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। ধর্মঘটের ফলে কিশোরগঞ্জ থেকে সব রুটে গতকাল বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রী সাধারণকে পড়তে হয়েছে দুর্ভোগে। —কিশোরগঞ্জ প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রেসক্লাব নির্বাচন আজাদ সভাপতি ফাইজার সম্পাদক নির্বাচিত

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০১৬-১৭) নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। এতে আজাদ মালিতা সভাপতি, ফাইজার চৌধুরী সাধারণ সম্পাদক ও জামান আখতার অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া রফিকুল ইসলাম সহ-সভাপতি, বিপুল আশরাফ যুগ্ম-সাধারণ সম্পাদক, আহাদ আলী মোল্লা প্রচার ও প্রকাশনা সম্পাদক, খাইরুজ্জামান সেলিম দপ্তর সম্পাদক, ইসলাম রকিব ক্রীড়া সম্পাদক এবং রফিক রহমান, রাজীব হাসান কচি, শাহ আলম সনি, কামাল উদ্দীন জোয়ার্দ্দার ও আতিয়ার রহমান কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

—চুয়াডাঙ্গা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর