সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অপহূত শিশু ও রাজমিস্ত্রি উদ্ধার, পুলিশসহ আটক ৬

সাভার ও নালিতাবাড়ী প্রতিনিধি

ঢাকার আশুলিয়া ডেণ্ডাবর থেকে অপহরণের একদিন পর গতকাল রাজমিস্ত্রী কাজলকে উদ্ধার করেছে র্যাব। অপহরণে জড়িত সন্দেহে এক পুলিশ সদস্যসহ আটক করা হয়েছে তিনজনকে। কাজলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায়। তিনি ডেণ্ডাবর সোবাহানের বাড়ির ভাড়াটিয়া। আটকরা হল— তারিকুল ইসলাম, তারা মিয়া ও লিটন মিয়া। আটক তারিকুল ইসলাম পুলিশ সদস্য। তিনি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অধীনে কম্পিউটার অপারেটর পদে কর্মরত। র্যাব সূত্র জানায়, শনিবার বিকাল ৩টায় আশুলিয়ার পল্লীবিদ্যুত্ বাসস্ট্যান্ড এলাকা থেকে কাজল মোহাম্মদ আসাদুলকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে স্বজনদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের সদস্যরা অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালিয়ে কাজলকে উদ্ধার ও তিনজনকে আটক করে। এদিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অপহরণের ১৯ ঘণ্টা পর শিশু হাদিউল ইসলামকে (৮) গতকাল উদ্ধার করা হয়েছে। অপহরণে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। হাদিউল পৌর শহরের গোবিন্দনগরের আবদুল হান্নানের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আটকরা হল— আজাহারুল ইসলাম, জমির উদ্দিন ও মনির হোসেন। পুলিশ ও শিশুর পরিবার জানায়, শনিবার বিকাল ৪টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের গোবিন্দনগর থেকে হাদিউল ইসলামকে অপহরণ করা হয়। সন্ধ্যায় অপহরণকারীরা তার বাবার মুঠোফোনে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রাতেই আবদুল হান্নান এ ব্যাপারে থানায় অভিযোগ করেন।

সর্বশেষ খবর