মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিন জেলায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৪৬

প্রতিদিন ডেস্ক

নাটোর, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৪৬ জন। প্রতিনিধিদের পাঠানো খবর—

নাটোর : বড়াইগ্রাম উপজেলার গুরুমশৈল বিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে গতকাল সকালে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুরুমশৈল বিলে প্রায় ছয় বিঘা জমি নিয়ে মাঝগাঁও গ্রামের সিরাজুল ইসলাম ও আব্দুল বারেকের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে সিরাজুল ও তার লোকজন ওই জমিতে গেলে বারেকের সমর্থকরা তাদের বাধা দেন। এ সময় তর্কাতর্কির একপর‌্যায়ে সংঘর্ষ বেধে যায়। ব্রাহ্মণবাড়িয়া : সরাইলের চুন্টা ইউনিয়নের ভূইশহর গ্রামে গতকাল দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। খবর পেয়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, ভূইশহর গ্রামের মোখলেছুর রহমান ও বিল্লাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে সকালে মোখলেছুরের লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টাঙ্গাইল : সখীপুরে চাচা-ভাতিজা গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। উপজেলার নলুয়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ছয়জন। পুলিশ জাহিদ ও লালজান নামে দুজনকে আটক করেছে। জানা যায়, রবিবার বিকালে বিরোধপূর্ণ জমিতে চাচা আলিমুদ্দিন ঘর তুলতে যান। এ সময় ভাতিজারা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর