মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খবর সংক্ষেপ

জনতার মুখোমুখি ১০ মেয়র

খাগড়াছড়ি ও রংপুরের বদরগঞ্জে জনতার মুখোমুখি অনুষ্ঠানে ১০ মেয়র প্রার্থী অংশ নেন। খাগড়াছড়িতে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির উদ্যোগে গতকাল বিকালে টাউন হলের সামনে মেয়র প্রার্থীদেরকে নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠানে পাঁচ মেয়র প্রার্থী অংশ নেন। তারা হলেন— রফিকুল আলম, আবদুল মালেক মিন্টু, কিরণ মারমা, শানে আলম ও মো. ইসহাক। এদিকে রংপুরের বদরগঞ্জে জনতার মুখোমুখি অনুষ্ঠানে অংশ নেওয়া প্রার্থীরা হলেন— অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, উত্তম সাহা. অধ্যাপক আজিজুল হক, লাতিফুল খাবির ও শামীম আরা বেগম। —প্রতিদিন ডেস্ক

মাধবদীতে আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার

নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিক ২৭ দফা উন্নয়ন ও ন্যায় বিচারের ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার রাতে মাধবদী বাজারের সোনালী টাওয়ারের প্রধান নির্বাচনী কার‌্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা, পলাশের সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল ইসলাম খাঁন দিলিপ,  জি এম তালেব হোসেন, আলহাজ ইঞ্জিনিয়ার শওকত আলী, আলী হোসেন শিশির, সফর আলী, সালাহউদ্দিন, মো. শফিউদ্দিন, মোতালিব পাঠান প্রমুখ।

     —নরসিংদী প্রতিনিধি

হবিগঞ্জে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি প্রশাসনের

হবিগঞ্জের ৫টি পৌরসভায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ পৌরসভার প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় এই প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক সাবিনা আলম। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, পিপলস পার্টির প্রার্থী আবদুল কাদির, ইসলামী শাসনতন্ত্রের আবদুল কাইয়ুম ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান।— হবিগঞ্জ প্রতিনিধি

জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল বিকালে গাজীপুর জেলা যুবলীগের এক বর্ধিত সভা শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার‌্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সভাপতি এসএম আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন, ফয়েজ আহমেদ খোকা, মজিবুর রহমান, হারুন-অর রশীদ ফকির, কমর উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান জামান প্রমুখ। সভায় বক্তারা ৩০ ডিসেম্বর শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমানকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। 

—শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর