মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

স্কুলছাত্রী অপহরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহমুদা আক্তার নিপা নামে এক স্কুল শিক্ষার্থী অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকা থেকে গতকাল ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিপা উপজেলার মুশরী এলাকার আবদুল হকের মেয়ে ও স্থানীয় আবদুল হক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। ওসি (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। স্কুলছাত্রী উদ্ধারসহ অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

—রূপগঞ্জ প্রতিনিধি

নির্মাণ শিল্পীদের কর্মশালা

‘স্বপ্ন নির্মাণে আমরা’ এ শ্লোগান নিয়ে নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা গ্রুপের কিংব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে গতকাল সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের একটি হোটেলে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার শতাধিক রাজমিস্ত্রি, ডিলার ও রিটেইলার অংশ নেন। কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কিংব্র্যান্ড সিমেন্টের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার মাসুম বিল্লাহ, প্রকৌশলী জহিরুল কাইয়ুম, সিরাজগঞ্জের পরিবেশক মেসার্স মানিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মানিক আহমেদ প্রমুখ। —সিরাজগঞ্জ প্রতিনিধি

অভিযানে আটক ৭৫

চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৭৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতভর জেলা পুলিশের বিশেষ অভিযান চলে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল।

—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের অভিযানে আটক ৭৫

চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৭৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতভর জেলা পুলিশের বিশেষ অভিযান চলে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল। আশুগঞ্জে জামায়াত নেতা : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার শরীফপুর গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়।

—প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জে নির্মাণ শিল্পীদের কর্মশালা

‘স্বপ্ন নির্মাণে আমরা’ এ শ্লোগান নিয়ে নির্মাণশিল্পীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা গ্রুপের কিংব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে গতকাল সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের একটি হোটেলে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার শতাধিক রাজমিস্ত্রি, ডিলার ও রিটেইলার অংশ নেন। কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কিংব্র্যান্ড সিমেন্টের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার মাসুম বিল্লাহ, প্রকৌশলী জহিরুল কাইয়ুম, সিরাজগঞ্জের পরিবেশক মেসার্স মানিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মানিক আহমেদ প্রমুখ। —সিরাজগঞ্জ প্রতিনিধি

কলেজছাত্র খুনের বিচার দাবি

বরিশালের উজিরপুর শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র জামাল বেপারীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল কলেজমাঠে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের সহপাঠী-শিক্ষকসহ এলাকাবাসী অংশ নেন। বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ সরদার জহির উদ্দিন স্বপন, শিক্ষক আলতাফ হোসেন, নিহতের মা নুরুন্নাহার বেগম, হাবিবুর রহমান মল্লিক প্রমুখ। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর রাতে জামাল ব্যাপারীকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।

—নিজস্ব প্রতিবেদক, বরিশাল

৩০ দোকান পুড়ে ছাই

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাজারের খান মার্কেটে গতকাল সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মার্কেটের মালিক সেলিম খানের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা। ফায়ার সার্ভিস কুমিল্লার উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, এ ঘটনায় কেউ আহত হননি। এখনো নির্ধারণ করা যায়নি ক্ষতির পরিমাণ।—কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর