মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শ্রমিক মৃত্যুর পর পরিবারকে ১০ বছর ধরে বেতন প্রদান

টঙ্গী প্রতিনিধি

‘টঙ্গীতে শত শত কারখানা আছে, এ রকম মালিক আছে কিনা আমার জানা  নেই। আল্লাহ মালিককে হায়াত দান করুন। আমার স্বামী মারা যাওয়ার পর ১০ বছর ধরে প্রতি মাসের প্রথম সপ্তাহে আমাকে বেতন দিয়ে আসছেন। সেই টাকায় ছেলেমেয়ে নিয়ে জীবনযাপন করছি।’ গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার সিনটেক্স ডায়িং কারখানার এক সময়ের শ্রমিক শাহাদাত হোসেনের স্ত্রী রুমিয়া বেগম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। জানা যায়, পিরোজপুর জেলার নাজিরপুরের বুইথাকাটি গ্রামের বাসিন্দা শাহাদাত দীর্ঘদিন সিনটেক্স গ্রুপের ডায়িং কারখানায় ল্যাব ইনচার্জ হিসেবে চাকরি করতেন। চাকরিরত অবস্থায় ২০০৫ সালের ৭ জানুয়ারি হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। এরপর থেকে কারখানা কর্তৃপক্ষ তার পরিবারকে প্রতি মাসে ৯ হাজার টাকা বেতন দিয়ে আসছে। সেই টাকায় শাহাদাতের স্ত্রী রুমিয়া এক ছেলে ও এক মেয়েকে নিয়ে উত্তরা দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় বসবাস করেন। কারখানার জিএম ফরিদ আহম্মেদ বলেন, সিনটেক্স গ্রুপের সুনাম শুধু টঙ্গী নয়, সারা গাজীপুরে। আমাদের মালিক জাবির মোহাম্মদ শ্রমিকদের আর্থিকসহ সব ধরনের সহযোগিতা করেন।

সর্বশেষ খবর